বিশ্বকাপ দল থেকে আল আমিন ‘বহিষ্কৃত’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের পেসার আল আমিন হোসেনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজই তাকে দেশে ফেরত পাঠানো হতে পারে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, আল আমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি টিম ম্যানেজমেন্ট অবহিত করে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের।

সেখানেই আজ রোববার সকালে টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা। বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কী কাণ্ড তিনি ঘটিয়েছেন, তা জানা যায়নি। আল আমিনের পরিবর্তে কাকে নেওয়া হবে, সেটাও এখনো জানায়নি বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সেরা একাদশে ছিলেন না আল আমিন।



মন্তব্য চালু নেই