বিশ্বকাপ জিতেছেন, এবার অস্কারের দৌড়ে ‘ধোনি’, কীভাবে?

মহেন্দ্র সিংহ ধোনি যেন সেই মিডাস রাজা, যাতেই হাত দেন, তাই সোনা হয়ে যায়। ভাগ্যদেবী সবসময়ে ‘ক্যাপ্টেন কুল’-এর সহায়। সেই জন্যেই চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানের লড়াইয়ে ‘ধোনি’ জায়গা করে নিল অনায়াসেই।২০১৬ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর জন্য মনোনীত সিনেমাগুলির নাম সম্প্রতি প্রকাশ পেয়েছে। তার মধ্যে রয়েছে ‘ক্যাপ্টেন কুল’-এর জীবন নিয়ে বানানো ছবি— ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-ও।

এই তালিকা প্রকাশ হওয়ার পর ভক্তরা স্বভাবতই খুশি। চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানের লড়াইয়ে জায়গা করে নেওয়া তো আর যে সে ব্যাপার নয়। তার উপরে ছবির গল্প গড়ে উঠেছে ভারতের সর্বকালের সেরা অধিনায়কের জীবনকে কেন্দ্র করে। নীরজ পাণ্ডে পরিচালিত এবং সুশান্ত সিংহ রাজপুত অভিনীত এই ছবি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। এবার অস্কার জেতে কিনা, তা সময়ই বলবে।

শুধু ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’-ই নয়, বলিউড থেকে এই লড়াইয়ে জায়গা করে নিয়েছে আরও একটি সিনেমা। উমঙ্গ কুমার পরিচালিত ‘সর্বজিত’ ছবিটিও রয়েছে এই তালিকায়। এছাড়াও ইন্দো-মার্কিন ছবি ‘কুইন অফ কাটওয়ে’ দেখানো হবে এই বিভাগে। এই ছবিটি পরিচালনা করেছেন মীরা নায়ার।



মন্তব্য চালু নেই