বিশ্বকাপে যৌন নির্যাতনের অভিযোগ ছিল বাংলাদেশি এক টপঅর্ডার ব্যাটসম্যানের বিরুদ্ধে!

২০১৫ সালের বিশ্বকাপ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে কাটানো সময়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল মনে রাখার মতো একটা সময়। এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ।

কিন্তু ঠিক এই আলোর নিচেই আছে অন্ধকার। বিশ্বকাপ চলাকালে দলের এক টপ অর্ডার ব্যাটসম্যানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। আর তাতে টিম ম্যানেজমেন্ট এতটাই ক্ষেপেছিল যে, সেই ব্যাটসম্যানকে মাঝপথেই দেশে ডেকে পাঠাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকা নিউ এজ। পত্রিকাটি জানিয়েছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) লিফটে এক নারী অভিযোগ করেন, তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তার অভিযোগের আঙুল ছিল বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডারের ওই ব্যাটসম্যানের দিকে।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বিষয়টাকে খুব শক্তভাবে নেয়। এই ঘটনার জের ধরে বাংলাদেশের ক্রিকেট কর্তাদের ডেকে পাঠান। তবে সে যাত্রায় বিসিবি কর্মকর্তাদের দূরদর্শীতায় ক্রিকেট অস্ট্রেলিয়া বুঝতে সক্ষম হয় যে, ব্যাপারটা স্রেফ একটি ভুল বোঝাবুঝি!



মন্তব্য চালু নেই