বিশ্বকাপে ফিফার প্রধান টিকেট বিক্রেতা গ্রেফতার

অবৈধভাবে টিকেট বিক্রির অভিযোগে ফিফার টিকিট বিক্রির প্রধান নির্বাহী হোয়েলানকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ।

সোমবার রিও ডি জেনিরোর কোপাকাবানা প্যালেস হোটেল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিশ্বকাপ ফুটবলের নিয়ন্ত্রক দলও সেই হোটেলে অবস্থান করছিল বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। গত সপ্তাহে পুলিশ ১১ জনকে আটক করে তাদের আন্তজার্তিক চক্রকে ভেঙ্গে দেয়। খেলোয়াড়দের জন্য বরাদ্দ টিকেট পুনর্বিক্রয় করার দায়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, হতে পারে গত চার বিশ্বকাপ ধরে এই চক্রটি সক্রিয় এবং প্রতি বিশ্বকাপে প্রায় ৯০ মিলিয়ন ডলার আয় করেছে। কর্তৃপক্ষ মনে করছে, বেশ কিছু টিকিট বিদেশি পর্যটকদের কাছেও বিক্রি করা হয়েছে।



মন্তব্য চালু নেই