বিরোধী নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে

হরতালকে সামনে রেখে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড় করছে, বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। এসময় সোমবারের হরতালকে সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির কর্মসূচি কাভার না করার আহ্বানের মধ্য দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বাকশালী বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ৯ বছর পর হবিগঞ্জ বিএনপি নেতা ও হবিগঞ্জের পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছকে কারাগারে প্রেরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেন রিজভী আহমেদ।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘অ্যাম্বুলেন্স, ওষুধের গাড়ি, সংবাদপত্রের গাড়ি, ফায়ার সার্ভিস হরতালের আওতামুক্ত থাকবে। এছাড়া চট্টগ্রামে গাউছুল শামসুল আযম মাইজ ভাণ্ডারি সম্মেলনও হরতালের বাইরে থাকবে।’



মন্তব্য চালু নেই