বিরাট কোহলির টিমে রজার ফেদেরার

ক্রিকেট ও ফুটবলের মত ভারতে জমে উঠেছে টেনিস লিগ আইপিটিএল। টুর্নামেন্টের ইউএই রয়্যালস টিমের আংশিক মালিক ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। কোহলির দলটিকে নেতৃত্ব দিবেন সতেরটি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেদেরার। এ নিয়ে বিরাট কোহলি বলেছেন, ‘আমি ফেদেরারের বিশাল ভক্ত। যখন শুনলাম উনি এ বার ইউএই টিমে খেলবেন, দলটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’

ক্রিকেট ছেড়ে এ নিয়ে দ্বিতীয়বারের মত বিনিয়োগ করলেন কোহলি। গত বছর আইএসএলের টিম এফসি গোয়ার একাংশের মালিকানা পান তিনি।

টেনিসে বিরাট কোহলির আগ্রহ ছোটবেলা থেকেই। এ বিষয়ে কোহলি বলেন, ‘আমি টেনিস আর ফেদেরারের বিশাল ভক্ত। টেনিসের প্রতি বাড়তি আগ্রহ আমার সবসময় কাজ করে। সুযোগ পেলে টেনিসও কম-বেশি খেলা হয়।’

গত বছর ইন্ডিয়া এস-এ খেলা ফেদেরার এ বার নেতৃত্ব দেবেন ইউএই রয়্যালসের। বিরাটের টিমের অন্যরা হলেন গোরান ইভাসিনেভিচ, আনা ইভানোভিচ, ড্যানিয়েল নেস্টর, ক্রিস্টিনা ম্লাদেনোভিচ ও টমাস বের্ডিচ।



মন্তব্য চালু নেই