বিরল পূর্ণিমা বড়দিনে

বড়দিন। এই দিনে সন্ধ্যার আকাশে উঠেছে পূর্ণিমার মস্ত বড় এক চাঁদ। যে সে চাঁদ নয়। এ যে বিরল চাঁদ। এই চাঁদকে বলা হচ্ছে ‘কোল্ডমুন’। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ১৯৭৭ সালের পরে আর এমন পূর্ণিমা দেখা যায়নি। আর এটি ২০৩৫ সালের আগে দেখাও যাবে না।

সময়টা যেহেতু শীতকাল তাই এই চাঁদকে কোল্ডমুন বলে আখ্যায়িত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেস এজেন্সির লুনার পরিদর্শন অরবিটার (এলআরও) মিশন ২০০৯ সাল থেকে চন্দ্রপৃষ্ঠ তদন্ত করে আসছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত নাসার গাডার্ড স্পেস ফাইট সেন্টারের জন কেলার বলেন, ‘এরকম পরিবেশে আমরা যখন চাঁদের দিকে তাকাই, তখন চাঁদকে মহাজাগতিক প্রতিবেশী বলে মনে হয়।’

সন্ধ্যার আকাশে দেখা মিলছে এই বিরল চাঁদকে। দেশের সমস্ত প্রান্ত থেকেই দেখা যাবে চাঁদকে। এই চাঁদ উপভোগ করতে বঞ্চিত হলে আপনাকে অপেক্ষা করতে হবে ২০৩৫ সাল পর্যন্ত। তাই আর দেরি না করে চোখ রাখুন আকাশের পানে।



মন্তব্য চালু নেই