বিয়ে ভাঙায় জরিমানা ৭৫ পয়সা !

বিয়ের মাত্র ন’দিন আগে এনগেজমেন্ট ভাঙার অপরাধে ৭৫ পয়সা জরিমানা ধার্য করল কমিউনিটি পঞ্চায়েত৷ স্থানীর গোশালায় ৭৫ পয়সা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল পাত্রপক্ষকে৷ পর অবশ্য নিজেদের মধ্যে সমস্যার মিটমাট করে নেন দুই পক্ষ৷ একে অপরের বিরুদ্ধে কোনও মামলা করবেন না বলেও জানিয়েছেন তাঁরা৷

জানা গিয়েছে, কনের বাড়ি ভারতের হরিয়ানার ফতেহাবাদের রতিয়া টাউনশিপে৷ গত বছর জানুয়ারি মাসে পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা সঞ্জীব কুমারের সঙ্গে বিয়ে ঠিক হয় তার৷ বাগদানের এক বছর পর আগামী ২২ এপ্রিল বিয়ের দিন ঠিক করে তাদের পরিবার৷আমন্ত্রণের পালাও শেষ৷এমন সময় মেয়ের বাড়ির কাছে গাড়ি সহ একাধিক সামগ্রী দাবি করে বসে পাত্রপক্ষ৷

কনের মামা নরেশবাবু জানান, সব ব্যবস্থা হয়ে যাওয়ার পর পণ চায় পাত্রপক্ষ৷ পাত্রের বাড়ির এই দাবি মেটানো সম্ভব নয় বলে জানিয়ে দিই আমরা৷পণ না পেলে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে দেন তারা বিয়ে ভেঙে দেয় ছেলের পরিবার৷ তবে একথা মানতে নারাজ পাত্রপক্ষ৷ তাদের বক্তব্য, বর-কনের মধ্যে সমস্যার জেরেই এই বিয়ে ভেঙে দেওয়া হয়েছে৷



মন্তব্য চালু নেই