বিমানের সিটে আসছে ২১.৩ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে!

বিমানে যাত্রীদের বিনোদন দিতে সিটের পেছনে ছোট ডিসপ্লে থাকে।এই ডিসপ্লেতে হেডফোন দিয়ে অডিও গান শোনার পাশাপাশি ভিডিও গান ও সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে।

এই ডিসপ্লে সাধারণত ১০ ইঞ্চির বড় হয় না। এতে টাচ প্রযুক্তিও নেই। এবার থালেস নামে একটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এই ধারণা বদলে নতুন একটি প্রযুক্তি প্রতিস্থাপন করতে যাচ্ছে।

১০ ইঞ্চি স্ক্রিনের বদলে বিমানে থাকবে একটি ২১.৩ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে। এতে বিনোদনের সাথে সাথে প্রোটোটাইপে আকর্ষণীয় আকাশও দেখা যাবে। যদিও কোন ভিডিও দেখার সময় স্ক্রিনের নিচের অংশের কিছু জায়গা বাদ পড়বে। তবে বিনোদনে এর কোন প্রভাব পরবে না বলেই আশাবাদী এই প্রতিষ্ঠানটি।

কবে নাগাদ বিমানগুলোতে এই ডিসপ্লে সংযুক্ত হবে এ সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। ইকোনমি ক্লাসে এই সুবিধা গুলো পাওয়া নাও যেতে পারে। প্রিমিয়াম সিটের পাশাপাশি সাধারণ সিটেও যাতে এই প্রযুক্তি ব্যবহার করা যায় এমনভাবেই এই স্ক্রিনটি তৈরি করার চিন্তা করছে থালেস নামের প্রতিষ্ঠানটি।



মন্তব্য চালু নেই