বিমানবন্দর থেকে শফিক রেহমানকে ফেরত, যেতে পারেননি লন্ডন

জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে তাকে ফিরিয়ে দেয়া হয়।

শফিক রেহমান ক্যান্সার আক্রান্ত স্ত্রী তালেয়া রহমানকে দেখতে লন্ডন যাচ্ছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও শফিক রেহমানের সহযোগী তারিকুল ইসলাম চয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও সাংবাদিক শফিক রেহমানকে লন্ডনে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে দেখতে যেতে দেয়া হয়নি। শেষ মুহূর্তে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাকে বিমানে উঠতে বাধা দেয়া হয়। এ সময় তার লাগেজ বিমান থেকে নামিয়ে দেয়া হয়।’

পরে শফিক রেহমান রাজধানীর ইস্কাটনের বাসায় ফিরে আসেন বলেও জানান চয়ন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে গত বছরের ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক শফিক রেহমানকে। পরে গত বছরের ৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।



মন্তব্য চালু নেই