বিবিসি ওয়ার্ল্ডে মিরপুর অভিযানের বাংলা খবর!

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিবিসি নিউজ অ্যাপস ব্যবহারকারী এবং টুইটার ফলোয়ারদের কাছে ভুলক্রমে বিবিসি বাংলার একটি খবর চলে গিয়েছিল। ওই প্রতিবেদনটি ছিল ঢাকার জঙ্গিবিরোধী অভিযানের একটি খবর। যেখানে এক জঙ্গি নিহত হয়।

বিবিসি-র এক মুখপাত্র জানিয়েছেন, সংবাদমাধ্যমটির ওয়ার্ল্ড সার্ভিস বিভাগের এক প্রতিবেদক ভুলক্রমে ওই খবরটি পাঠিয়েছিলেন, যা কয়েক মিনিট পরই সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘এটি একটি মানবসৃষ্ট ভুল, আর তা সংশোধন করা হয়েছে।’

এক টুইটার বার্তায় বিবিসি জানিয়েছে, ‘আমরা সবার কাছে ক্ষমা চাইছি, যাদের কাছে আমাদের বাংলা সার্ভিসের একটি ব্রেকিং নিউজ এলার্ট পৌঁছে গিয়েছিল। চিন্তার কিছু নেই, আমরা হ্যাকড হইনি।’



মন্তব্য চালু নেই