বিপিএল দিয়েই ফিরবেন তাসকিন

ইনজুরি কাটিয়ে মাঠে নামতে না নামতেই আবারো ইনজুরির কবলে তাসকিন আহমেদ। ‘এ’ দলের হয়ে ভারত সফরে গেলেও, মাঝপথেই দেশে ফিরতে হয় তাকে। এইমুহুর্তে পুনরায় শুরু হয়েছে পুনর্বাসন। আশা করছেন, বিপিএলের আগেই বোলিং শুরু করবেন তিনি।

চোটটা পুরোনো জায়গায়। দেশে এসে করানো এমআরআই রিপোর্টেও সেটিই ধরা পড়েছে।

তাই চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। পুনর্বাসনের জন্য। যদিও তিনি মনে করছেন বিপিএলে থাকবেন তিনি।

বললেন, ‘কয়েক দিন পরই ভালোভাবে পুনর্বাসন শুরু হবে। আশা করি চার সপ্তাহের মধ্যে বোলিং শুরু করতে পারব। বিপিএলের ১৫-২০ দিন আগে পুরো ফিট হয়ে যাওয়ার কথা আমার।’

সেক্ষেত্রে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি।

বলে রাখা ভালো, এই বিপিএল দিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। চিটাগাং কিংসের হয়ে দারুণ পারফরম্যান্সের পর জাতীয় দলের দরজা পুরোপুরি খুলে যেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি তাকে।প্রথম আলো



মন্তব্য চালু নেই