বিপিএলের চূড়ান্ত পর্বে কার সাথে কার খেলা

সেফ জোনে থেকে গ্রুপ পর্ব শেষ করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। ছয় দলের বিআরবি ক্যাবলস বিপিএল সিজন থ্রি’র প্রতিযোগিতায় সমান ১৪ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে পয়েন্ট টেবিলের ১, ২ ও ৩ নম্বরের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস।

১২ ডিসেম্বর কুমিল্লা এবং রংপুরের প্রথম কোয়ালিফাইয়ারের বিজয়ী দল সরাসরি সুযোগ পাচ্ছে ফাইনালে খেলার। অন্যদিকে যে দল হারবে সে দলেরও সুযোগ থাকছে।

তবে তৃতীয় হওয়ায় সরাসরি কোয়ালিফাইয়ার খেলার সুযোগ পাচ্ছে না বরিশাল বুলস। সে ক্ষেত্রে পয়েন্ট টেবিলের চতুর্থ দল ঢাকা ডায়নামাইটসের সঙ্গে ইলিমেনেটর খেলে তবেই দ্বিতীয় কোয়ালিফাইয়ারের জন্য মনোনিত হতে হবে তাদেরকে।

১২ ডিসেম্বর বরিশাল ও ঢাকার মধ্যকার ইলিমেনেটরের জয়ী দলের সঙ্গে ১৩ ডিসেম্বর দ্বিতীয় কোযালিফাইয়ার খেলবে প্রথম কোয়ালিফাইয়ারের পরাজিত দল।

১৫ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের শিরোপা নির্ধারনী ম্যাচ।



মন্তব্য চালু নেই