বিন লাদেনকে গুলি করা মার্কিন কমান্ডোকে হুমকি

সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনকে গুলি করা মার্কিন নৌকমান্ডো রব ও’নিলকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক সমর্থক। যুক্তরাষ্ট্রের নেভি সিলের প্রাক্তন সদস্য রব ও’নিল দাবি করেন, তার ছোড়া গুলিতে বিন লাদেনের মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যে ও’নিলের বাড়ির ঠিকানা অনলাইনে পোস্ট করেছে ওই আইএস-সমর্থক। মন্টানার বুটে শহরে থাকতেন তিনি।

বুটের আইনপ্রয়োগকারী বিভাগের সহকারী শেরিফ জর্জ স্কুলেটিস জানিয়েছেন, ও’নিল এখন বুটেতে থাকেন না। কিন্তু তার কর্তৃপক্ষ অনলাইনের পোস্ট সম্পর্কে অবহিত আছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

৩৯ বছর বয়সি ও’নিল গত বছর ওয়াশিংটন পোস্টের কাছে দাবি করেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালানোর সময় তার ছোড়া গুলি বিন লাদেনের কপালে লাগে এবং এতেই তার মৃত্যু হয়। ২০১১ সালের মে মাসে এই অভিযান চালায় মার্কিন নৌকমান্ডোরা।

ও’নিল এখন ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন। ও’নিলকে নিয়ে ফক্স নিউজ ‘যে ব্যক্তি ওবামাকে হত্যা করেছিলেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার জন্য বিন লাদেনকে দায়ী করা হয়।

তথ্যসূত্র : ফক্স নিউজ অনলাইন।



মন্তব্য চালু নেই