বিনা বিচারে বন্দি ৩ আসামির জামিন

বিনা বিচারে দীর্ঘ সময় কারাগারে থাকা চার আসামির মধ্যে তিনজনের জামিন দিয়েছেন আদালত।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চ এ জামিন আদেশ দেন।

এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ।

আসামিদের মধ্যে চাঁন মিয়া, মকবুল ও সেন্টু ১৬ বছর ধরে এবং বিল্লাহ হোসেন ১৪ বছর ধরে কারাগারে আছেন। চাঁন মিয়া ছাড়া বাকিরা জামিন পেয়েছেন।

আদালত জামিন পাওয়া তিন আসামির মামলা আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন।

আদালত ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় পুলিশের কাছে ও ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় আরেক বন্দি চাঁন মিয়ার জামিন মঞ্জুর করেননি।

তবে তার মামলাটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।

গত ২০ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা এ-সংক্রান্ত এক প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে ৪ ডিসেম্বর তাদের আদালতে হাজিরের নির্দেশ দেন।

এই চারজনকে কেন জামিন দেয়া হবে না-তা জানতে চেয়ে পৃথক রুলও জারি করেন আদালত। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। সংশ্লিষ্ট মামলার নথিপত্রও তলব করা হয়।

বিনা বিচারে কারাগারে থাকা এই চারজনকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদন আইনজীবী কুমার দেবুল দে আদালতের নজরে আনেন।

রাজধানীর শ্যামপুর থানার একটি হত্যা মামলায় ২০০১ সালে গ্রেফতার হন চাঁন মিয়া। সেই থেকে কারাগারে আছেন তিনি।

রাজধানীর উত্তরা থানার একটি হত্যা মামলায় ২০০০ সালে গ্রেফতার হন মাদারীপুরের মকবুল হোসেন। তখন থেকে কারাগারে আছেন তিনি।

মতিঝিল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার এজিবি কলোনির সেন্টু ওরফে কামাল ২০০১ সাল থেকে কারাগারে আছেন।

তেজগাঁও থানার একটি হত্যা মামলায় ২০০২ সালে গ্রেফতার হয়ে এখনও কারাগারে আছেন বিল্লাল।

এর আগে ১৭ বছর বিনা বিচারে কারাগারে থাকা ঢাকার সূত্রাপুরের বাসিন্দা মো. শিপন মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত ৩০ অক্টোবর একই আদালতের নজরে আনা হয়।

আদালত শিপনকে ৮ নভেম্বর হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ নির্দেশ অনুযায়ী তাকে হাজির করা হলে বিচার শেষ না হওয়া পর্যন্ত শিপনকে জামিন দেয়া হয়।

১৫ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান শিপন।



মন্তব্য চালু নেই