বিনা কর্তনে ছাড়পত্র পেল শেষ চুম্বন

শিশু অধিকারের গল্প নিয়ে নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘শেষ চুম্বন’ বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। লাকী মুভিজের প্রযোজনার প্রথম চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোন্তাহিদুল লিটন। এর পরিচালনাও করেছেন তিনি।

পরিচালক বলেন, “ছবিটি সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সবাই এর গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই হলে মুক্তি পাবে ‘শেষ চুম্বন’।”

ছবিটি মানুষকে ভাবাবে, বিবেককে নাড়া দেবে। এটি দেখার পর মানুষের মূল্যবোধ জাগ্রত হবে এবং ছবিটি সব শ্রেণির মানুষকে মানবতার শিক্ষা দেবে বলে জানিয়েছেন ‘শেষ চুম্বন’ ছবির নির্মাতা মোন্তাহিদুল লিটন।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত সাগর আহমেদ, সানজিদা তন্ময়, রাইসা (শিশু শিল্পী), শিমুল খান, কাদেরীসহ আরো অনেকেই। সংগীত পরিচালনা করেছেন এঞ্জেলা মনজুর, ওয়ালিদ ও অরূপ। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বাঁধন, এঞ্জেলা মনজুর ও খুদে গানরাজ আশা।



মন্তব্য চালু নেই