রমজানে ভারতে বিনামূল্যে ইফতারি

রমজান উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ আর তামিল নাড়ুর দুই মুখ্যমন্ত্রী। দুই রাজ্যের দুই নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জয়ললিতা মসজিদে স্পেশাল ইফতারি আর বিনামূল্যে চাল দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গোটা রমজান মাসজুড়ে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেশনের দোকান থেকে বিনামূল্যে স্পেশাল ইফতারির প্যাকেট পাবেন মুসলমানরা। মমতার দেখানো পথ ধরে রমজানে মসজিদগুলোতে বিনামূল্যে চাল সরবরাহের নির্দেশ দিয়েছেন ভারতের তামিল নাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। এক বিবৃতিতে তিনি রাজ্যের তিন হাজার মসজিদে রমজান মাসে ৪৬ হাজার টন চাল বিনামূল্যে সরবরাহের নির্দেশ দেন।

জয়ললিতা বলেন, ‘পরিকল্পনাটিকে মুসলিম সম্প্রদায় স্বাগত জানিয়েছে। যেহেতু এ বছরও চাল বিতরণ অব্যাহত রাখার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, তাই আমি চাল বিতরণের নির্দেশ দিয়েছি।’ ২০০১ সালে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মসজিদে বিনামূল্যে চাল বিতরণ করে আসছেন তিনি।



মন্তব্য চালু নেই