বিধ্বস্ত রুশ বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রাশিয়ার সেনাবাহিনীর বিমানের ‘ব্লাক বক্স’ উদ্ধার করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বিমানের গতি, উচ্চতা, জ্বালানি প্রবাহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত রেকর্ড রাখে এই ‘ব্ল্যাক বক্স’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত টিইউ-১৫৪ বিমানের প্রথম ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়েছে। ওই বিমান বিধ্বস্তে সেনাবাহিনীর রুশ সেনাবাহিনীর একটি বাদক দলসহ অন্তত ৯২ জনের প্রাণহানি ঘটে। দেশটির সোচি শহরের কাছের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রুশ কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর ওই বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। সিরিয়ায় রাশিয়ার সেনাবাহিনীর একটি বার্ষিক কনসার্টে অংশ নিতে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। বাদক দলের সদস্য ছাড়াও এতে সাংবাদিক ও সেনা সদস্যরাও ছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২৫মিনিটে সোচির আদলার বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই মিনিট পর রাডারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় টিইউ-১৫৪ বিমানটি। সিরিয়ার লাটাকিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।



মন্তব্য চালু নেই