বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৭ ইউনিট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড হয়েছে। এতে কেন্দ্রের অন্তত ৭টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সূত্রমতে, বিকেলে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের ট্রান্সফরমারে আগুন লাগে। এতে সঙ্গে সঙ্গে কেন্দ্রের ১০টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট ছাড়াও আরো একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এর মধ্যেই প্রকৌশলীরা তিনটা ইউনেটে বিদ্যুৎ সরবরাহ সচল করতে সক্ষম হয়।



মন্তব্য চালু নেই