‘বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় সদর উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করা হবে’

আব্দুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ১২নং বল্লী ইউনিয়নের রায়পুর বাজার হতে সম্বলডাঙ্গা রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে রায়পুর বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে এ পাকা রাস্তার কাজের ফলক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পরে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা মো. নেছার আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট ব্রীজ কালভার্ট আর জরাজীর্ণ থাকবেনা। কিছু জটিলতার কারণে উন্নয়ন কাজগুলি শুরু করতে একটু দেরী হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সদর উপজেলাকে মডেল উপজেলায় পরিনত করবো। খুব শীঘ্রই সদর উপজেলার সকল উন্নয়ন কাজ শুরু হবে। আমার এলাকার মানুষ তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছে। তাই আমার প্রধান কাজ সেই জনগণের অধিকার ও উন্নয়ন প্রতিষ্ঠিত করা।’ এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুর উর-রশিদ, মুক্তিযোদ্ধা ডাঃ মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, ১২ নং বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, সাবেক ১২ নং বল্লী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আজহারুল ইসলাম প্রমুখ। রায়পুর বাজার হতে বল্লী ইউপি অফিস ভায়া সম্বলডাঙ্গা সড়ক চেইঃ ৮০০ মিঃ ২৪০০ মিঃ বিসি দ্বারা উন্নয়ন কাজ আই.আর.আই.ডি.পি-২ প্রকল্পের আওতায় ৮৭ লক্ষ ২৮ হাজার ৮শ ৮৯ টাকা ব্যয়ে সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে নির্মান করা হচ্ছে। এর ফলে ঐ এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান লাল্টু।



মন্তব্য চালু নেই