বিদ্যুৎ আনতে বাংলাদেশকে সুযোগ দেবে ভারত

নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। এজন্য ভারতের সহযোগিতা প্রয়োজন। কারণ বিদ্যুৎ আনতে হলে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করতে হবে। নেপাল ও ভুটানের বিদ্যুৎ রপ্তানিতে ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছে দেশটি।

রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন। এ সময় হাকমিশনার বিদ্যুৎ ট্রানজিটের বিষয়ে ভারতের আনাপত্তির কথাও প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে রামপাল প্রকল্প, ভেড়ামারা-বহরমপুর আন্তঃসংযোগ, ক্রস বর্ডার বিদ্যুৎ বাণিজ্য, ৮০০ কেভি ডিসি মাল্টি টার্মিনাল বাইপুল লাইন, ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি, যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন, পশ্চিমবঙ্গ থেকে আন্তঃসংযোগ, পাইপ লাইনের মাধ্যমে এলএনজি, প্রাইভেট বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এ সময় নসরুল হামিদ নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশ ভারতের সহযোগিতা চান।

হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত অব্যাহত সহযোগিতা করতে আগ্রহী।’

বৈঠকে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই