বিদ্যুতের ৫ প্রকল্পসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

বিদ্যুৎ খাতের পাঁচ প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৮৮৭ কোটি ৭৫ লাখ টাকা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

বিদ্যুৎ খাতের পাঁচ প্রকল্পের মধ্যে রয়েছে ৬ হাজার ৯১৫ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহককে সংযোগ প্রদান, ৫১৫ কোটি টাকা ব্যয়ে ইজিসিবি লিমিটেডের আওতায় কক্সবাজারের পাকুরিয়ায় কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ ও পুনর্বাসনে সম্ভাব্যতা যাচাই প্রকল্প, ১৮৫ কোটি টাকা ব্যয়ে খুলনায় কয়লাভিত্তিক সংযোগ সড়ক নির্মাণ, ২ হাজার ২৯ কোটি টাকা ব্যয়ে ঘোড়াশাল চতুর্থ ইউনিট রিপাওয়ারিং প্রকল্প এবং ৭৪৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণে সম্ভাব্যতা যাচাই প্রকল্প।



মন্তব্য চালু নেই