বিদ্যা ভাণ্ডারি নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত

নেপালের ইতিহাসে প্রথমবারের মত নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্যা ভাণ্ডারি। নেপালে নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে যখন দেশটির মুষ্ঠিমেয় সংখ্যালগু জনগোষ্ঠী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তখনই দেশটির আইনসভা এই বিশিষ্ঠ আইনপ্রণেতাকে সর্বসম্মতিক্রমে বুধবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করলো।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বিদ্যা ভাণ্ডারি নেপালের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের ভাইচ-চেয়ারম্যান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুল বাহাদুর গুরংকে ১১৩ ভোটে পরাজিত করেন। কুল বাহাদুর গুরং পেয়েছেন ২১৪ ভোট। অপরদিকে বিদ্যা ভাণ্ডারি ৩২৭ ভোট পেয়ে হিমালয় কন্যা নেপালের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।



মন্তব্য চালু নেই