বিদেশিদের ‘আরো বেশি’ নিরাপত্তা দেবে সরকার

বিদেশী কূটনীতিকদের ব্যক্তিগত নিরাপত্তাসহ কূটনীতিক মিশন এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার কূটনীতিক ও কূটনীতিক মিশনগুলোতে নিরাপত্তা নিয়ে গঠিত টাস্কফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে কূটনীতিকদের জন্য নেওয়া বিদ্যমান বিভিন্ন নিরাপত্তা পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত জুলাই মাসে গুলশানে বিদেশি নাগরিকদের উপর জঙ্গি হামলার পর কূটনীতিক ও কূটনীতিক মিশনের জন্য নেওয়া নিরাপত্তা উদ্যোগের বিষয়ে বৈঠকে সন্তুষ্টি প্রকাশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই