বিদায় গুয়ান্তানামো বে’, দেশ এবার উরুগুয়ে

উরুগুয়ের মাটিতে এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র পরিচালিত কুখ্যাত কারাগার গুয়ান্তামো বে থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত ছয় সাবেক বন্দি। এর মধ্য দিয়ে উরুগুয়ের মাটিতে তাদের মুক্ত জীবনের শুভ সূচনা ঘটলো।

চলতি বছরের শুরুতে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের রাষ্ট্রপতি হোসে মুজিকা সিদ্ধান্ত নিয়েছিলেন, মানবিক দিক বিবেচনা করে গুয়ান্তানামো বে থেকে মুক্তিপ্রাপ্ত ছয় বন্দিকে তার ভৌগলিক সীমারেখায় আশ্রয় দেবেন। সে সিদ্ধান্ত ব্যক্ত করার পর নিজ দেশে নন্দিতও হয়েছিলেন তিনি। বছরের শেষভাগে তার সে পরিকল্পনা বাস্তাবায়িত হলো।

মুক্তিপ্রাপ্ত ছয় বন্দির চারজন সিরীয়, একজন তিউনিসীয় ও শেষজন ফিলিস্তিনী। বারো বছর আগে তাদের আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি।

পেন্টাগনের নথি অনুযায়ী মুক্তিপ্রাপ্ত সাবেক বন্দিরা হলেন; সিরীয়: আবু ওয়ায়েল দিয়াব, আলি হুসাইন শাবান, আহমেদ আদনান আজুরি, আব্দেল আহাদ ফারাজ; ফিলিস্তিনি: মোহাম্মাদ আব্দুল্লাহ তাহা মাত্তান; তিউনিসীয়: আব্দেল বিন মুহাম্মাদ আল উর্ঘ।



মন্তব্য চালু নেই