বিতর্কের মুখে ফ্রান্স ছাড়লেন সৌদি বাদশা

সৌদি বাদশা সালমানের অবকাশ যাপন উপলক্ষে ফ্রান্সের একটি সমুদ্র সৈকত অন্য সবার জন্য বন্ধ ঘোষণা করে ফরাসি সরকার। এ নিয়ে তুমুল বির্তক সৃষ্টি হয় দেশটিতে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও হয়।

এদিকে তিন সপ্তাহের জন্য ফ্রান্সে অবকাশ যাপনে গিয়েছিলেন বাদশা সালমান। কিন্তু আট দিনের মাথায় তিনি ফ্রান্স ত্যাগ করেছেন। বাদশা এখন মরক্কো সফরে রয়েছেন।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রেন্স রিভেরায় অবকাশ যাপনে বাদশার সঙ্গী হন তার পাঁচ শতাধিক ঘনিষ্ট সহচর। সাম্রাজ্যের উচ্চপর্যায়ের কর্মকর্তারা তারা।

ফ্রেন্স রিভেরার ভ্যালাউরি সৈকত সর্বসাধারণের জন্য বন্ধ ঘোষণার করার পর প্রায় ১০ হাজার মানুষ এর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে আদালত নিদের্শ দেয় সৈকত সবার জন্য উন্মুক্ত করে দিতে। সোমবার সকাল থেকে সবার জন্য খোলা থাকবে সৈকত।

কিন্তু বিষয়টি বাদশার ব্যক্তিগত নিরাপত্তার জন্য মোটেও সুখকর নয়। ফলে তিনি ফ্রান্স ছেড়ে মরক্কোয় পাড়ি দিয়েছেন।



মন্তব্য চালু নেই