বিজয় দিবসকে সামনে রেখে জমে উঠছে ফুল বিক্রি

সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকার ফুলের দোকান গুলাতে বিজয় দিবস উপলক্ষে ফুল বিক্রি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজয় দিবসকে সামনে রেখে বিভিন্ন ধরণের ফুলের রিং, তোড়া তৈরির কাজে দোকানীরা ব্যস্ত।

দোকানের ফুল গুলার বেশীর ভাগই আসে যশোরের গদখালী থেকে।এর পাশাপাশি সাভারের বিভিন্ন বাগান থেকেও ফুল সংগ্রহ করা হয় ।

এখন স্বাভাবিক সময়ের চেয়ে শীতকাল হওয়ায় বিয়ের এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ফুল বিক্রি হচ্ছে।

দোকানে এখন গোলাপ, রজনীগন্ধা, গাঁদা অনান্য ফুলের চাহিদা বেশী। যার ফলে এ ফুল গুলোর দাম ও একটু বেশী।

প্রতিদিন ৫-৬হাজার টাকার ফুল বিক্রি হয় দোকান গুলাতে। তবে বিজয় দিবস কে সামনে রেখে বিক্রি কয়েক গুন বৃদ্ধি পেতে পারে।

ফুল বিক্রেতা আজিজুর রহমান জানান, এখনও বিজয় দিবস উপলক্ষে ফুল বিক্রি গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো হচ্ছে ।



মন্তব্য চালু নেই