বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিজ্ঞানের অগ্রযাত্রায় সবরকমের সহযোগিতা দেওয়া হবে

দেশে বিজ্ঞানের অগ্রযাত্রায় সরকারের পক্ষ থেকে সবরকমের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সাহিত্যের শিক্ষার্থী হলেও বিজ্ঞানের গুরুত্ব বুঝি। আর দেশের মানুষ অত্যন্ত মেধাবী, সুযোগ পেলে তারা দেশের অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সোনার বাংলা গড়তে হলে বিজ্ঞানের ওপর আমাদের ব্যাপক গবেষণা করতে হবে।

ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে বিজ্ঞান একাডেমি আয়োজিত বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাবো। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করবো।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী। সুযোগ পেলে তারা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিজ্ঞানীদের অর্জিত জ্ঞান পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী তোলার পাশাপাশি বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা তার ব্যবস্থা করবো।

বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, ড. আনিসুল হক, মোবারক ‍আহমেদ খান, ড. মুহাম্মদ সুজাউদ্দিন, ড. লিয়াকত আলী, এ এ মামুন, মোহাম্মদ আবুল হাসনাত, ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রফেসর মো. তোফাজ্জল ইসলাম, কাজী মো. বদরুদ্দোজা, প্রফেসর ড. একেএম সিদ্দিক, ড. মাসুদ হাসান, ড. শামসুন নাহার খান, মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ড. আশিক মোসাদ্দেক, ড. ইশতিয়াক এম সাঈদ, ড. তানভীরা আফরোজ সুলতানা, ড. মনোয়ার সুলতানা, ড. এসএম আবদুর রাজ্জাক, ড. এবিএমএম খাদেমুল ইসলাম, ড. মো. রফিকুল ইসলাম, ড. শাফী মোহাম্মদ তারেক, ড. আবু সাদাত এম নোমান।



মন্তব্য চালু নেই