বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক

‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এই মন্ত্রে বিশ্বাসী হয়ে ভারতের বিধান সভার প্রথম পর্বের ভোটে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীকে ভোট দিয়েছিলেন ভারতের আসামের এক নারী। কিন্তু এজন্যই তাকে পেতে হলো তালাক।

ঘটনাটি ঘটেছে ভারতের আসামের সানিতপুর জেলার দনাম আন্ধাহাটি গ্রামে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আন্ধাহাটি গ্রাম্য প্রধানরা সিদ্ধান্ত নিয়েছিলেন গ্রামের সবাই কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন। এ জন্য তারা একটি অধ্যাদেশও জারি করেন। কিন্তু সেই গ্রামের আইনুদ্দীন নামের এক ব্যক্তির স্ত্রী দিলওয়ারা বেগম সেই আদেশ অমান্য করে বিজেপি প্রার্থী প্রমোদ বোরাথাকুরকে ভোট দেন।

গ্রামের গুরুজনদের এই আদেশ অমান্য করায় স্ত্রীর ওপর ভীষণ ক্ষেপে যান আইনুদ্দীন। এরপর তিনি দিলওয়ারা বেগমকে তালাক দিয়ে তাদের দশ বছরের দাম্পত্য জীবনের সমাপ্ত ঘটান।

ঘটনাটি স্পষ্টভাবেই তুলে ধরছে আসামে ভোটের হিন্দু-মুসলমান লড়াই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ৩৪ শতাংশ মুসলমান এবারের বিধান সভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়েছে। অন্যদিকে রাজ্যের হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে বিজেপিকে।



মন্তব্য চালু নেই