বিজিবির খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

রাজশাহী: রাজশাহী জেলার বাঘায় নৌকাডুবিতে খোয়া যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে পদ্মা থেকে বুধবার বেলা সোয়া ১১টার দিকে স্থানীয় জেলেরা এসব উদ্ধার করেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাঘার মীরগঞ্জ সীমান্ত সংলগ্ন এলাকায় পদ্মায় নৌকাডুবিতে মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির সদস্য ইউসুফ আলীর সঙ্গে থাকা অস্ত্র ও একশ রাউন্ড গুলি হারিয়ে যায়। চোরাচালাল প্রতিরোধে টহল দেয়ার সময় জেলেদের জালে বেধে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার এক পর্যায়ে উল্টে যায় বিজিবি সদস্যদের বহনকারী ওই নৌকাটি।

এ সময় নৌকায় ইউসুফ আলীসহ মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির পাঁচ সদস্য ছিলেন। বাকিরা অস্ত্রসহ সাঁতরে তীরে উঠেন। এদের মধ্যে স্রোতের টানে ভেসে যাওয়া ইউসুফ আলীও পরে অস্ত্র ফেলে কোনোমতে সাঁতরে তীরে ওঠেন।

খবর পেয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে উদ্ধার অভিযানে নামেন বিজিবি ও রাজশাহী সদর দমকল বিভাগের ডুবুরিরা।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে পদ্মায় জাল দিয়ে স্থানীয় জেলেরা অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করেন। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয় জেলেরা উদ্ধার কাজ শুরু করেন ।

রাজশাহী, ৩৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



মন্তব্য চালু নেই