বিছানায় সঙ্গীকে সেক্স নিয়ে যে মিথ্যা বলে মেয়েরা

সঙ্গীর থেকে কথা লুকিয়ে যাওয়া আর তাঁকে মিথ্যা কথা বলা, এক জিনিস নয়। কিন্তু একাধিক সমীক্ষা এবং গবেষণায় দেখা গিয়েছে, নানা কারণে সঙ্গীদের মিথ্যা বলেন মেয়েরা। কী সেই সব মিথ্যা?

সেই প্রথম দিনের মতো আজও ভীষণ এক্সাইটিং আমাদের সেক্স
চিকিৎসকরা বলছেন, দিনে দিনে ভালবাসা বাড়তে পারে, কিন্তু সেক্স এক্সাইটিং কী করে হবে? কেননা, শরীর দুটো যে একই, সেটা অবচেতনে কাজ করতেই থাকে। ফলে, একইরকম ‘এক্সাইটিং’ হতে পারে না। আর প্রথম দিনের মতো? নৈব নৈব চ।

এত বেশি সেক্স ভাল লাগে না
বেশি? কোথায়? বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, বিবাহিতরা গড়ে সপ্তাহে একবার সেক্স করেন। তাহলে ‘‘এত বেশি’’ আসছে কোথা থেকে?

আমাদের সেক্স নিয়ে কারও সঙ্গে আলোচনা করি না
অথচ সমীক্ষা উল্টো কথাই বলছে। বহু মহিলাই তাঁদের ঘনিষ্ঠ বান্ধবীদের সঙ্গে যৌনজীবন নিয়ে আলোচনা করেন। তা নিয়ে হাসি-ঠাট্টাও চলে দেদার।

জীবনে কখনও পর্ন দেখিনি

আর একটি নির্যস মিথ্যা। বহু মহিলাই অল্পবয়সে বন্ধুবান্ধবদের পাল্লায় পর্ন দেখেন। কিন্তু সেক্স-এর আগেপরে পর্ন দেখা নিয়ে এই মিথ্যাটিও বলেন।

আর কাউকে শরিরী কল্পনায় আনিনি
চিকিৎসকরা বলছেন, এটা হতে পারে না। কেননা, বয়ঃসন্ধির সময়ে, তারুণ্যে বা যৌবনে চেতনে-অবচেতনে সেক্স আসা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার।



মন্তব্য চালু নেই