বিচারকদের ভয়ে রাখতেই অভিশংসন আইন : খন্দকার মাহবুব

বিচারকদের ভয়ে ও চাপে রাখার জন্যই সরকার অভিশংসন আইন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত ‘প্রস্তাবিত ষষ্ঠদশ সংশোধনী বিল এবং মৌলিক অধিকার’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, ‘বিচারকদের ভয় ও চাপে রাখার জন্যই সরকার অভিশংসন আইন করতে যাচ্ছে। বিচার বিভাগ জনগণের রক্ষাকবচ। বিচার বিভাগকে হত্যা করলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে না।’

তিনি বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ দলীয়করণ করেও সরকারের ভয় রয়ে গেছে। বিচারকদের মধ্যে যদি কোনো সৎ বিচারক থাকে তারা কখন সঠিক বিচার করে এটাই তাদের ভয়।’

খন্দকার মাহবুব বলেন, ‘সংসদ স্বাধীন তবে সংসদে যারা আছেন তারা স্বাধীন নয়। তারা জনগণের সমর্থন নিয়ে সংসদে আসেন নাই।’

তিনি বরেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের মৌলিক অধিকার হরণ করে। সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে। আইনের শাসন ভূলুণ্ঠিত হয়।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যর জবাবে মাহবুব বলেন, ‘একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে বিচারাধীন মামলা সম্পর্কে এধরনের মন্তব্য বিচারকার্যকে প্রভাবিত করে। প্রকৃত আসামিদের আড়াল করার জন্যই প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন।’

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ বি এম আবুল কালাম রিপন। এসময় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকে বক্তব্য দেন।



মন্তব্য চালু নেই