বিক্রি হতে চান না তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আমি ঘুষ খাই না। ঘুষ নেই না। কাউকে ঘুষ দেই না। কাজেই আমার নাম ভাঙিয়ে কেউ যেন কিছু না করেন। আমি যেন বিক্রি না হই সেদিকে লক্ষ্য রাখবেন।’

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেয়ার পর উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তারানা হালিম নিজ দপ্তরে প্রবেশ করেন। এ সময় নতুন প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ের সচিব ও ঊধ্বর্তন কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বৈধ কাজের জন্য তার মন্ত্রণালয় সকলের জন্য উন্মুক্ত থাকবে। অবৈধ কাজের জন্য মন্ত্রণালয়ের দরজা বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘এই মন্ত্রণালয়ে দুর্নীতি যেন কোনোভাবেই প্রবেশ না করতে পারে, দুর্নীতি এখানে একেবারেই হবে না। হচ্ছে না বলেও আমি খবর পেয়েছি।’

তারানা হালিম বলেন, ‘আমি বিশ্বাস করি, মন্ত্রণালয়ে কোনোভাবেই কেউ যেন পয়েন্ট আউট করতে না পারে এখানে দুর্নীতি হয়। এটা একটা চ্যালেঞ্জ।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমি মনে করি একটা গুরুত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব আমি পেয়েছি। এটা খুবই চ্যালেঞ্জিং। কারণ কাজটাও আমার জন্য চ্যালেঞ্জিং। আমার দক্ষতার জায়গা থেকে একটু ভিন্ন জায়গায় এসেছি।’

মানুষের প্রত্যাশা রাখার চেষ্টা করবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের একটা কর্মপরিকল্পনা থাকবে ৯০ দিনের। যেটা আমরা ৯০ দিনের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করবো। আমি চাই না ৯০ দিন পর চলমান, চলবে, চলছে এ শব্দগুলো থাক।’ সর্বশেষ তিনি মন্ত্রণালয় চালাতে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান।



মন্তব্য চালু নেই