বিক্রি হচ্ছে মালদ্বীপ, দখল নেওয়ার শঙ্কা চীনের!

এখন থেকে চাইলেই কিনে নিতে পারবেন মালদ্বীপের একটা আস্ত দ্বীপ। ভারত মহাসাগরের বুকে ১২০০ দ্বীপের মাঝ থেকে বেছে নিতে পারেন যেকোনো একটাকে। মাত্র ১ বিলিয়ন ডলার খরচ করলেই দ্বীপ আপনার সম্পত্তি। বৃহস্পতিবার এক বিল পাস করে এমনটাই জানানো হরো মালদ্বীপ সরকারের তরফ থেকে। এই প্রথম সেখানে দ্বীপ কেনার অনুমতি দেওয়া হলো।

তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এই এলাকায় চীন ঘাঁটি গাড়তে শুরু করবে বলেই মনে করছে বিরোধীপক্ষের একাংশ। বিরোধী দলের এক এমপি বলেন, ভারত ও চীনের বিরোধের একটা নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে মালদ্বীপ।

তিনি আরও বলেন, ভারত ও চীনের ঠাণ্ডা যুদ্ধের কথা ভুলে গেলে চলবে না। ভারত প্রতিবেশী রাষ্ট্র ও ভারত মহাসাগরে শান্তি বজায় রাখা মলদ্বীপের কর্তব্য বলে উল্লেখ করেন তিনি। তার মতে, চীন যেভাবে চীন সাগরে দ্বীপ তৈরি করছে, সেভাবেই ব্যবহার করতে পারে মালদ্বীপকে।

এবিষয়ে জনমত নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে বিরোধীরা। তবে মালদ্বীপ সরকার আশ্বাস দিয়েছে যে এই সিদ্ধান্তে ভয়ের কোনো কারণ নেই। বিদেশি বিনিয়োগ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।- সংবাদসংস্থা



মন্তব্য চালু নেই