বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশি আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে চার বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিএসএফ গুলি চালায়।
আহতরা হলেন-বেউরঝাড়ি চরইগেদী গ্রামের আজিমুদ্দিনের ছেলে তোজাম্মেল হোসেন (২২), একই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মাহামুদ মিস্টার আহম্মদ (২৬), দবির উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও আনাবুল হকের ছেলে দিলু মোহাম্মদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই চার গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে সেদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তের ৩৮০/৩ পিলার এলাকায় ১২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় তারা ফিরে এসে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ ৪ বাংলাদেশির গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই