বিএনপি সবসময় সংখ্যালঘুদের পাশে আছে

ক্ষমতাসীনরা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছে। বিএনপি সবসময় সংখ্যালঘুদের পাশে আছে। যখনই সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে তখন তাদের পাশে দাঁড়িয়েছে।’

শনিবার বিকেলে রাজধানীর স্বামীবাগে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি, ধর্ম নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

ফখরুল বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ক্ষমতাসীনরা ধর্মের কথা বলে জাতিকে বিভক্ত করছে। বিভিন্ন সময় তারা সংখ্যালঘুদের ওপর ভার করে বিশেষ মহলের সহযোগিতায় পার পেয়ে যায়। যারা বাংলাদেশ বিভক্ত করতে চায় তারাই ধর্মের কথা বলে জাতিকে বিভক্ত করছে।’

ফখরুল অভিযোগ করেন, গত পাঁচ বছরে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের যেসব ঘটনা ঘটেছে এর একটিরও বিচার হয়নি। অথচ ক্ষমতাসীনরা তাদের সময়ে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে বলে দাবি করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামীবাগ মন্দিরের সভাপতি বিমানতারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নিতাই চন্দ্র রায়, গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।



মন্তব্য চালু নেই