‘বিএনপি ভারতের প্রকৃত বন্ধু’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বিএনপি ভারতবিরোধী দল নয়। বিএনপি হচ্ছে ভারতের প্রকৃত বন্ধু। সেই বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে শুক্রবার সকালে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ জুন বাংলাদেশ সফরে আসছেন। সফরে তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলে আমরা আশা করি। কিন্তু কোনো গোষ্ঠীর সঙ্গে নয়।’

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রিয়াজউর রহমান। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। জিয়াউর রহমান পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে গেছেন। তিনি সব সময় ভারতের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন।’

রিপাবলিকান ফোরামের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।



মন্তব্য চালু নেই