বিএনপি না এলে নির্বাচন করবেন না গোলাম মাওলা রনি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি জানিয়েছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলে নির্বাচন করবেন না তিনি। বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হলেই তিনি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

রনি বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচনে প্রায় দুই হাজার এজেন্ট দিতে হবে। বিএনপি নির্বাচনে অংশ নিলে এক্ষেত্রে একটু নিরাপত্তা পাওয়া যাবে।

এছাড়া বিএনপি নির্বাচনে না এলে সেই নির্বাচনে জয়ী হলেও লোকজন বলবে বিএনপি-জামায়াতের ভোটে আমি নির্বাচিত হয়েছি। এটি আমার জন্য লজ্জাজনক হবে। তাই আমার নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নির্ভর করছে বিএনপির অংশ নেয়ার ওপর। এখন পর্যন্ত মনোনয়নপত্র কেনা হয়নি জানিয়ে রনি বলেন, সবার অংশগ্রণ না থাকলে আমি নির্বাচন করবো না। তফসিল ঘোষণার আগে থেকে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন গোলাম মাওলা রনি।



মন্তব্য চালু নেই