বিএনপি টিকবে কি না সন্দেহ: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, শেষ পর্যন্ত বিএনপিও টেকে কি না সন্দেহ আছে।তিনি বলেন, ‘ইসলামী ঐক্যজোট গেছে, আরও অনেকে যাই যাই করছে। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত বিএনপি টিকবে কি না সন্দেহ। ভুল রাজনীতি করলেই এমন দশা হয়। যেমন, মুসলিম লীগ ও জাসদের ফালাফালি এখন নেই।’

রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শনিবার নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠছে দাবি করে সুরঞ্জিত বলেন, ‘সিদ্ধান্ত খালেদা জিয়ার আর বুদ্ধি তারেকের, এভাবে শুদ্ধ রাজনীতি হতে পারে না। জামায়াতকে ছাড়তে হবে, জ্বালাও পোড়াও বন্ধ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে শুদ্ধ রাজনীতি হতে পারে।’

তিনি বলেন, ‘শুধু কিছু ভুলের কথা বলে কৌশলী বক্তব্য দিলেই হবে না। স্পষ্ট করে বিএনপিকে বলতে হবে তারা কী কী ভুল করেছে? আর তার খেসারত কী দেবে? স্বীকার করলে পুরোটাই করতে হবে। স্পষ্ট করে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে ভুল না করার প্রতিশ্রুতি দিলে ক্ষতি নেই বরং লাভই বেশি। রাজনীতিতে এমনটা হয়।’

সুরঞ্জিত বলেন, ‘শিক্ষকদের মর্যাদার পাশাপাশি সম্মানজনক বেতনও দিতে হবে। কিছু সিনিয়র মন্ত্রীরা উল্টা-পাল্টা বক্তব্য দিয়ে প্যাঁচ লাগান। শুধু নিজেদের সুবিধা দেখলেই হবে না। দেশটি আমলাতান্ত্রিক নয়, এটি প্রজাতন্ত্র।’

সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই