বিএনপির টার্গেট ২০১৯ সাল !

২০১৯ সালের জাতীয় নির্বাচনে সরকার ৫ জানুয়ারির পুনরাবৃত্তি করতে চায় অভিযোগ করে বিএনপি হুমকি দিয়েছে, ওই ধরনের নির্বাচন হলে ভবিষ্যতে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকার ২০১৯ সালে ফের ভোটারবিহীন নির্বাচন করার কথা ভাবছে। এটি ভেবে থাকলে তারা আহম্মকের স্বর্গে বাস করছে। বিনা ভোটের নির্বাচন হলে ভবিষ্যতে পায়ের নিচে মাটি থাকবে না।’

সরকার দ্রুতই বিরোধী মতগুলোর সঙ্গে আলোচনা করে একটি টেকসই নির্বাচন পদ্ধতি বের করবে আশা প্রকাশ করে রিপন বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সরকার বিরোধী মতকে বিবেচনায় নিয়ে তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার চর্চার পথকে সংকুুচিত করার নীতি থেকে সরে আসবে। অতি দ্রুত দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপিসহ সব দলের সঙ্গে একটি অর্থবহ সংলাপের আন্তরিক সূচনা করবে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘শাসকগোষ্ঠী ৫ জানুয়ারির নির্বাচনের পর ধারনা করছে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়া যায়। কারণ তারা জনগণকে তোয়াক্কা করে না। কিন্তু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ভীষণ ভয় পায়। আওয়ামী লীগের শাসনামলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে।’



মন্তব্য চালু নেই