`বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা’

বিএনপি-জামায়াতকে পাকিস্তানের প্রেতাত্মা ও অশুভ শক্তি হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। দল দু’টি পাকিস্তানের হয়ে দেশে ধ্বংসাত্মক কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শনিবার দুপুরে এ সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের সব ক্ষেত্রেই পকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেছে। বাংলাদেশের এ উন্নতি পাকিস্তানের ভালো লাগছে না। তাই বিএনপি-জামায়াতকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়।’

হানিফ আরও বলেন, ‘বিএনপি বিগত নির্বাচন শুধু বর্জনই করেনি, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার সে নির্বাচনকে প্রতিহত করতে মানুষ হত্যা করেছে, জ্বালাও-পোড়াও করেছে। এদেশের জনগণ আর সন্ত্রাস দেখতে চায় না। সন্ত্রাস পরিহার করুন। তা না হলে আগামী নির্বাচনে এদেশের মানুষ আবারো আপনাদের উচিত শিক্ষা দেবে।’

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।



মন্তব্য চালু নেই