বিএনপি-জামায়াত নিয়ে কোনো নির্বাচন নয়: তথ্যমন্ত্রী

আওয়ার নিউজ :: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সিদ্ধ গণতন্ত্র চাইলে বিএনপি জামায়াতকে নিয়ে কোনো নির্বাচন নয়। বিএনপি, জামায়াত ও হেফাজত কোনো গণতান্ত্রিক শক্তি নয়।’

সোমবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, কীটনাশক দিয়ে পোকা-মাকড়কে যেমন মেরে ফেলতে হয় তেমনি অগণতান্ত্রিক শক্তি জঙ্গিবাদকে ধবংস করে ফেলতে হবে।”

ইনু বলেন, “আরেকটি নির্বাচনের আগে জাতীয় সংলাপ দরকার। তবে সেই সংলাপ হবে দেশে মৌলবাদী জঙ্গিবাদী থাকবে কি থাকবে না। এটার ফায়সালা হওয়া ছাড়া কোনো সংলাপ হবে না।”

তিনি বলেন, “তাদেরকে আমরা জোর করে নির্বাচন থেকে বাইরে রাখিনি। নির্বাচনে কোনো আগ্রহই ছিল না তাদের। আমরা স্বৈরাচারে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”



মন্তব্য চালু নেই