বিএনপি ছন্নছাড়া দল, এটা আমাদের সুযোগ : হুসেইন মো. এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মো. এরশাদ বলেছেন, বিএনপি এখন ছন্নছাড়া দল। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে, সংগঠিত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিকদের সম্মানে জাতীয় পার্টির পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, ‘বিএনপিতে এখন অন্তঃকোন্দল, নেতৃত্বের কোন্দল চলছে। এই সুযোগ জাতীয় পার্টিকে কাজে লাগাতে হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ঈদের পর জাপাকে সংগঠিত করবো। আমাদের প্রথম টার্গেট ঢাকার আশেপাশের একশ একান্ন আসন। পরে সারা দেশে ধীরে ধীরে অগ্রসর হতে হবে।’

এসময় সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘দেশের বিচার ব্যবস্থা এলোমেলো হয়ে পড়েছে। দেশে কোন সুশাসন নেই। বেকারদের জন্য চাকরি নেই।’

প্রধান অতিথির বক্তব্যে গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে এরশাদ আরো বলেন, ‘আজ যখন ইফতার মাহফিল করছি তখন ফিলিস্তিনে নির্বচারে নারী-শিশু হত্যা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। অথচ আজ কেউ কোনো প্রতিবাদ করছে না।’

ইফতার মাহফিলে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, এলজিআইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, শ্রমকল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল হক, এমএ হান্নান, তাজুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই