‘বিএনপি গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি সিটি নির্বাচনে অংশ নিয়ে চলমান গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছে। তা না হলে তারা গণতন্ত্রের পথ থেকে হারিয়ে যেতো।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে একটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া গণতন্ত্রকে শুধু সুসংহতই করে না, দলীয় নেতাকর্মীদেরও চাঙ্গা করে।’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার বিকেলে দলের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন নাসিম।

বর্ধিত সভায় মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি আরও বলেন, ‘যতই হুমকি-ধামকি দেন না কেন, ২০১৯ সালের নির্ধারিত সময়ের এক দিন আগেও কোনো নির্বাচন হবে না। আর সে নির্বাচন হবে সংবিধান মেনে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অধীনে। সেই নির্বাচনেও জনগণের রায় নিয়ে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল সরকার গঠন করবে।’

নাসিম এ সময় দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই