বিএনপি কোনো দল নয়, জবরদখলকারী ক্লাব

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে জবরদখলকারী ক্লাব বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি জবরদখলকারী ক্লাব।’

বুধবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের হলরুমে ‘হঠাও জঙ্গি বাঁচাও দেশ, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ- আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন।

গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের গুলশানের বাড়ি দখল অবৈধ বলে রায় দেন হাই কোর্টের একটি বেঞ্চ। এ রায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘যে দলের নেত্রী জবরদখলকারী, সে দলের নেতারা কেমন হবেন সেটা অনুমান করা যায়। বেগম জিয়া দীর্ঘ দিন সেনানিবাসের ভেতর একটি বাড়ি দখল করে রেখেছিলেন, আর তার দলের নেতা মওদুদ গুলশানে একজন অস্ট্রেলিয়ান মহিলার বাড়ি দখল করে রেখেছেন। আসলে বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা জবরদখলকারী একটি ক্লাব।’

‘জামায়ামে ইসলামের সঙ্গে বিএনপির দীর্ঘ দিনের প্রেম’ এমন মন্তব্য করে করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘এমাজউদ্দীনের বক্তব্যে জামায়াত-বিএনপির প্রেমে মান-অভিমান ফুটে উঠেছে। তবে প্রকৃতির নিয়মানুসারে তাদের অভিমান ভাঙ্গা যাবে না। তাদের ঐক্য সেই ১৯৭১ সাল থেকে। তাই বিএনপির সঙ্গে জামায়াতের জোট কখনো ভাঙবে না।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মীর মো. আবু হানিফের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এমএ করিম, শাহ জাহান আলী সাজু, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই