‘বিএনপি আর কত সুযোগের জন্য অপেক্ষা করবে’

বিএনপিকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের অবস্থা খুবই খারাপ। পরিবর্তনের জন্য এর চেয়ে বড় প্রেক্ষাপট আর কখনো তৈরি হয়নি। ’৭৫-এ ছিল বাকশালি পদ্ধতি আর দুর্নীতি। এখন গণতন্ত্রের কবর হয়েছে। তার সঙ্গে আছে অত্যাচার, দুর্নীতি ও বাকশালি শাসন।

তিনি আরও বলেন, ‘আমি জানি না, বিএনপি আর কত সুযোগের জন্য অপেক্ষা করবে?’

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটির এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, নবীনদের দায়িত্ব দিতে হবে, যারা সাহস করে দাঁড়াতে পারে।

তিনি বলেন, শত শত উপদেষ্টা আর কিছু বয়োবৃদ্ধ দিয়ে গুলশান অফিস ভর্তি করলে দেশের কোনো উপকার হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়িয়েও কোনো লাভ হবে না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রমুখ।



মন্তব্য চালু নেই