বিএনপি আন্তর্জাতিক মহলে ধরনা দিচ্ছে : মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতিতে হেরে গিয়ে বিএনপি এখন আন্তর্জাতিক মহলে ধরনা দিচ্ছে। কিন্তু কোনো ধরনাতেই কাজ হবে না।

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে শুক্রবার বিকেলে ১৪ দলের গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ওই মিছিল করা হয়।

তিনি বলেন, আমরা বার বার বলেছি, সন্ত্রাস ও সংলাপ পাশাপাশি চলতে পারে না। রাজনীতিতে হেরে গিয়ে বিএনপি তাদের লক্ষ্য পূরণে সহিংসতা করছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব-উল-আলম হানিফ, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য নূরুর রহমান সেলিম, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

পরে মিছিলটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেট, প্রেস ক্লাব, মৎসভবন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।



মন্তব্য চালু নেই