বিএনপির ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিস্ফোরক আইনে মতিঝিল থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু ও বর্তমান যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন তাদের পলাতক দেখিয়ে এ গ্রেফতারি পরয়ানা জারি করেন।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন-বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল প্রমুখ।

উল্লেখ, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করে মতিঝিল থানা পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করা হয়।



মন্তব্য চালু নেই