বিএনপির ৪ নেতার আগাম জামিনের শুনানি সোমবার

নাশকতার ৫৬ মামলায় বিএনপির শীর্ষ চার নেতা তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও আমানউল্লাহ আমানের আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে ২৭ জুলাই।

মঙ্গলবার ওই আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

গত ১৪ জুলাই রাষ্ট্রপক্ষ নাশকতার ৫৬ মামলায় বিএনপির এই তিন নেতার আগাম জামিনের স্থগিত চেয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিএনপির এই চার নেতাকে গত ৯ জুলাই চার সপ্তাহের আগাম জামিন দেন।

বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিন পান ৯ মামলায়। এর মধ্যে ঢাকার পল্টন থানার পাঁচটি, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলা রয়েছে।

আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পান পল্টন থানার এক মামলায়।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম যশোর সদর থানার চার মামলায় আগাম জামিন পান ।



মন্তব্য চালু নেই