বিএনপির ভাঙন অনিবার্য : হানিফ

বিএনপির ভাঙন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ‘এ ভাঙন ঠেকানো সম্ভব কি না- বলা যাচ্ছে না।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার বিকেলে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করার জন্য এক বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। আগামীকাল সোমবার এ জনসভার আয়োজন করা হয়েছে।

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিএনপির মধ্যে অস্থিরতা বিরাজ করছে। কিছু দিন আগে তাদের এক শীর্ষ নেতা দল ছেড়ে চলে গেছেন। কোনো বিবেকবান মানুষ বিএনপির সঙ্গে থাকতে পারে না। তিনি (খালেদা জিয়া) বোমা হামলা করে, পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন, তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।’

জনসভা সফল করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীকাল প্রমাণ করতে হবে- শেখ হাসিনার প্রতি এ দেশের মানুষ আস্তাশীল।’

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ প্রমুখ।



মন্তব্য চালু নেই